শাহজাহান আলী মনন, নীলফামারী ০২ সেপ্টেম্বর
মেজর জেনারল (অবঃ) চিত্ত রঞ্জন দত্তের (সি আর দত্ত) মৃত্যু ও শেষকৃত্ত অনুষ্ঠান উপলক্ষে নীলফামারীতে শােক এবং শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি পালন করা হয়েছে।
জেলা হিদু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদের আয়ােজনে মঙ্গলবার (১ সেপ্টম্বর) সন্ধ্যা ছয়টার দিকে জেলা শহরের কেদ্রীয় কালিবাড়ি মন্দিরে পাঁচ মিনিট নিরবতা পালন করে শােক ও শ্রদ্ধা জানানাে হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডঃ অক্ষয় কুমার রায়, সাধারণ সম্পাদক রমেদ্র নাথ বর্ধন, জেলা হিদু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায়, বীর মুক্তিযােদ্ধা ও সাবেক শিক্ষক বঙ্কুবিহারী রায়, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক স্বপ্না রানী রায়, সদস্য দুলাল চদ্র রায়, নরেশ চদ্র রায়, সুধির চদ্র রায় প্রমুখ।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অক্ষয় কুমার রায় বলেন, বাংলাদেশ হিদু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের প্রতিষ্টাতা সভাপতি, তৎকালীন বিডিআরের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক, মহান স্বাধীনতা যুদ্ধের বীর সপনানী চার নম্বর সেক্টরের কমান্ডার বীর মুক্তিযােদ্ধা মেজর জেনারল (অব) সিআর দত্তের শেষকৃত্ত অনুষ্ঠান উপলক্ষে ওই শােক ও শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্টানের আয়ােজন করা হয়।