এনপি নিউজ ৭১/ সুলতান সুজন / ২৫ মে
দেশের করোনা পরিস্থিতির মাঝে মানুষ যখন বাসায় থেকে ঈদ পালনের প্রস্তুুতি নিচ্ছিল তার মাঝে গতকাল ভোর আনুমানিক ৫টার দিকে ঘূর্ণিঝড় আঘাতহানে সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরামের আন্দবাজার এবং একই উপজেলার শ্রিপুর ইউনিয়নের মাঠেরহাট হতে ছাপড়হাটি ইউনিয়নের মন্ডলের হাট, পাড়ের হাট সহ বিভিন্ন স্থানে।এসময় ৩০০শতাধিক ঘরবাড়ি ভেংগে যায় এবং বহু পুরাতন গাছ উপড়ে বাড়ির চালে পড়ে যায়। এতে করে বহুলোক ঘড় ছাড়া অবস্থায় আজ ঈদের দিন পার করেছে।।সংবাদ পেয়ে স্থানীয় সাংসদ উপজেলা জাতীয় পার্টির যুগ্মসাধারণ সম্পাদক কাওসার আজম হান্নুর নেতৃত্বে প্রতিনিধি টিম পাঠায় এবং তিনি বলেন দেশের এই ক্লান্তিলগ্নে আমাদের মাননীয় সংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী শুরু হতে ত্রান কার্যক্রম চালাচ্ছেন এবং উনি খবর পেয়ে দ্রুত আমাদের পাঠিয়েছেন সরজমিনে পরিদর্শনের জন্য, উনি ক্ষতিগ্রস্থদের পাশে থাকবেন এবং সকলধরনের সাহায্য করবেন তাদের পূর্ণবাসনের জন্য