এনপিনিউজ৭১/স্টাফ রিপোর্টার/১৬ মার্চ রংপুর
আমরাই পাশে একটি সামাজিক ও সমাজ সেবামূলক ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠনের আয়োজনে সোমবার দুপুরে লালমনিরহাট শহীদ শাহজাহান কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দীঘলটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত মেধাবী দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ,খাতা,কলম বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আমরাই পাশে সংগঠনের এডমিন রায়হান কবির,রাইম ইসলাম, রেজওয়ান কবির,জেসমিন আক্তার রিতু,রাসেল,শাহিন,মিলন সহ অনেকেই।
বক্তারা বলেন আলোকিত সময়ে তরুণ প্রজন্মই পারে সমাজ বিনির্মান করতে,তাই প্রতিটি মানুষ কে সামাজিক কাজ করতে হবে,এবং সমাজে পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত মানুষদের জন্য কাজ করতে হবে।
এনপি৭১/এ এস