এছাড়াও গত ঈদুল ফিতরে গরীব অসহায় মানুষকে ঈদ উপহার হিসেবে শাড়ী, লুঙ্গি, পাঞ্জাবী, শিশুদের জামা সহ লাচ্ছা সেমাই, চিনি, চাল, মাংস ও অন্যান্য সামগ্রী দেয়া হয়েছে।
করোনাকালীন সৈয়দপুরবাসীর পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে। ঈদ উপলক্ষে কয়েক দিন বিরতি দিয়ে আবারও রাস্তায় জীবানু নাশক পানি ছিটানোর মধ্য দিয়ে কার্যক্রম শুরু করা হলো। আগামীকাল শহরের বঙ্গবন্ধু চত্বরে হ্যান্ড সেনিটাইজার, মাস্ক বিতরণ করাসহ সচেতনতামূলক স্টিকার দোকান, হোটেল ও যানবাহনে লাগানো হবে। পরের দিন বৃক্ষরোপন কর্মসূচি রয়েছে।
পরে পিকআপে পানির ট্যাংক নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক শহীদ ডাঃ জিকরুল হক রোড, বঙ্গবন্ধু সড়ক, শেরে বাংলা সড়ক, শহীদ ডাঃ সামশুল হক রোড, শহীদ তুলশীরাম সড়ক, শহীদ ক্যাপ্টেন মৃধা সামসুল হক (বিমান বন্দর সড়ক) কে জীবাণুনাশক ছিটানো হয়।