শাহজাহান আলী মনন/ নীলফামারী রংপুর ২৬ জুন
দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হতে গত ২৫ জুন বৃহস্পতিবার রাতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী নীলফামারূর সৈয়দপুরে নতুন করে ৪ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। শনাক্তকৃত ব্যাক্তিদের মধ্যে ৩ জনের বাড়ি খাতামধুপুর ইউনিয়নে। এদের একজন কৈ পাড়ার, দ্বিতীয়জন খালিসা তাকেপাড়ার ও তৃতীয় জনের খালিশা ব্রমোত্তরে। অন্যদিকে চতুর্থ ব্যাক্তির বাসা শহরের পুরাতন বাবুপাড়া ফাইভ স্টার মাঠ সংলগ্ন।
সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলমের নেতৃত্বে আক্রান্ত ব্যাক্তিদের ৪টি পরিবারের মোট ২২ জন সদস্যকে লকডাউন করা হয়। এসময় সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: আরমান হোসেন রনিসহ স্বাস্থ্য বিভাগ এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আক্রান্ত ব্যাক্তিদেরকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আইসোলেশন ইউনিটে নেয়া হয়েছে।
উল্লেখ্য, সৈয়দপুর হতে ১৮ জুনের সংগৃহীত ৬টি নমুনা পরিক্ষায় ৪ জনের করোনা পজিটিভ এসেছে। অন্যদিকে ১৭ জুনের সংগ্রহীত ৬ টি নমুনার মধ্যে ৫টি নেগেটিভ এসেছে। বাকি একটির রেজাল্ট আসেনি।
পূর্বের রিপোর্টসহ সৈয়দপুর উপজেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৪৬ জন। যাদের মধ্যে ৩১জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন, ১ জন মারা গেছেন এবং ১ জন পলাতক।