এনপিনউজ৭১/শাহজাহান আলী মনন/ ২৮ মে
নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, স্বাস্থ্য সহকারী, ল্যাব টেকনিশিয়ান, করোনা নমুনা সংগ্রহকারীসহ কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষার জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) প্রদান করা হয়েছে।
২৮ মে বৃহস্পতিবার সকালে উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন নিজে উপস্থিত হয়ে ৬০টি পিপিই তুলে দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলেমুল বাশারের হাতে। এসময় উপস্থিত ছিলেন হেলথ্ টেকনিশিয়ান আবু তাহের সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী শরিফুল ইসলাম টিটো, ডক্টরস্ হসপিটালের পরিচালক শাহেবুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ইতোপূর্বেও উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে সৈয়দপুর উপজেলায় কর্মরত স্বাস্থ বিভাগ, পুলিশ প্রশাসন, ট্রাফিক বিভাগ, সংবাদকর্মী ও উপজেলার বিভিন্ন প্রশাসনিক বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আরও প্রায় ২ শতাধিক পিপিই বিতরণ করা হয়েছে।
এনপি৭১/ নীলফামারী