এনপিনিউজ৭১/শাহজাহান আলী মনন/ ৮ এপ্রিল রংপুর
নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৪ জনের করোনা সন্দেহে স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নে ১ জন, খাতামধুপুর ইউনিয়নে ২ জন ও সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ১ জন।
মঙ্গলবার স্যাম্পল কালেকশন টিমে ছিলেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী আবু তাহের সিদ্দিকীী, মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) মোঃ মামুনুর রশীদ ও মোঃ আল আমিন। খাতামধুপুর ইউনিয়নে ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ জুয়েল চৌধুরী ও স্বাস্থ্য সহকারী মোঃ আসাদুজ্জামান।
সন্ধ্যায় সিভিল সার্জন অফিস, নীলফামারিতে স্যাম্পলগুলো পৌছে দেওয়া হয়েছে। যা ৮ এপ্র্রিল বুধবার রংপুুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্র্র্জন ডাঃ রনজিৎ কুমার বর্র্মণ। তিনি জানান, রংপুরে টেস্ট করার পরই নিশ্চিত হওয়া যাবে যে সংশ্লিষ্ট ব্যক্তিরা করোনা আক্রান্ত কি না।
এনপি৭১/মেহি/নীলফামারী