এনপিনিউজ৭১/শাহজাহান আলী মনন/ ২৭ এপ্রিল রংপুর
নীলফামারীর সৈয়দপুর থেকে দফায় দফায় ধানকাটা কৃষি শ্রমিক পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এরই ধারাবাহিকতায় ২৭ এপ্রিল সোমবার দুপুর ২ টায় ৪০ সদস্যের আরেকটি দলকে পাঠানো হলো বগুড়ার সান্তাহার এলাকায়। এসব কৃষি শ্রমিককে সৈয়দপুর উপজেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে শুকনা খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রী প্রণোবেশ চন্দ্র বাগচীসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিভিন্ন জেলায় জরুরি ভিত্তিতে ধান কাটার জন্য কৃষি শ্রমিক প্রেরণের উদ্দেশ্যে সৈয়দপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ৪০জন কৃষি শ্রমিক সান্তাহারে পাঠানো হচ্ছে। এর আগে সুদূর পাবনা ও টাঙ্গাইলেও কৃষি শ্রমিক প্রেরণ করা হয়েছে।
এছাড়া ইতোপূর্বে সৈয়দপুর থানা পুলিশের উদ্যোগেও দেশের বিভিন্ন জেলায় কৃষি শ্রমিকদের প্রেরণ করা হয়েছে।
এনপি৭১/মেহি/সৈয়দপুর (নীলফামারী)