এনপিনিউজ৭১/শাহজাহান আলী মনন/ ৮ এপ্রিল রংপুর
নীলফামারীর সৈয়দপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক এর নিজস্ব তহবিল থেকে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৮ এপ্রিল বুধবার সকালে শহরের শহীদ তুলশীরাম সড়কস্থ দলীয় কার্যালয়ের সামনে এসব বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌর কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, দপ্তর সম্পাদক মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সদস্য সাইদুল ইসলাম, আব্দুল মজিদ ও ১৩ নং ওয়ার্ড সভাপতি সরকার কবির উদ্দিন ইউনুস প্রমুখ।
পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, নিজস্ব অর্থায়নে পৌর আওয়ামীলীগ অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার জন্য দলের প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের দায়িত্ব দিয়েছে। তাদের মাধ্যমে ওয়ার্ডে ওয়ার্ডে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের ঘরে ঘরে এসব পৌছে দেওয়া হবে।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ৫ কেজি, আলু ২ কেজি এবং একটি করে সাবান। পৌরসভার ১৫টি ওয়ার্ডের জন্য ৭৫০ প্যাকেট এসব সামগ্রী প্রদান করা হয়।
এনপি৭১/মেহি/নীলফামারী