এনপিনিউজ৭১/মাসুদ পারভেজ / ২ এপ্রিল রংপুর
হারাগাছ পৌর সভার বাংলাদেশ সরকার কর্তৃক কৃষি মন্ত্রনালয় বরাদ্দ পাট বীজ পৌর হল রুমে বৃহস্পতবিার বিতরণ করেন হারাগাছ পৌর মেয়র হাবিবুর রহমান মাস্টার
এ সময় উপস্থিত ছিলেন পৌর সভার প্যানেল মেয়র রমজান আলী বাবুল, কাউন্সিলর মাহবুবর রহমান, মামুনর রশিদ, লতিফুজ্জামান চার্চিল, মোতাচ্ছেম বিল্লাহ, আব্দুর রউফ প্রমুখ।
দেশের ক্রান্তিকাল মুহুর্তে শোনালী আশ নামে খ্যাত পাটের বীজ হারাগাছ পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৫০ জন কৃষকের মাঝে তুলে দেন।
এনপি৭১/মেহি/ হারাগাছ