এনপিনিউজ ৭১/ মাসুদ পারভেজ/ ১০ মে
করোনা কোভিড-১৯ প্রাদুর্ভাব মোকাবেলায় রংপুরের হারগাছ সরকারি কলেজের অধ্যক্ষ সহকারী অধ্যক্ষসহ কর্মচারি বেতনের বরাদ্ধ টাকা থেকে ত্রান বিতরণ করা হয় । করোনা ভাইরা সেরকারণে যখন থমকে গেছে দেশ এমনি সময় হারাগাছ সরকারি কলেজের শিক্ষক কর্মচারি গণগরিব দুস্থ অসহায় কর্মহীন হয়ে পরা ২২৫ পরিবারের মাঝে কলেজ প্রঙ্গনে সামাজিক দুরুত্ব বজায় রেখে রবিবার দুপুর ১২টা উপহার সামগ্রী তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুস সাত্তার সহকারী অধ্যক্ষ আমজাদ হোসেন, আবু বক্কও সিদ্দিক, রুহুল আমিন, দুলাল মিয়া, এরশাদুল হক, ইলিয়াস উদ্দিন, রমজান আলী, মোতাহার হোসেন ডালুপ্রমুখ। উপহার সামগ্রীর মধ্যে ৫ কেজি চাল, তেল, ডাল, আলু ও একটি কওে মিষ্টি কুমড়া দেয়া হয়।
এনপি৭১