এনপিনিউজ৭১/ডেস্ক রিপোর্ট/ ২০মে
কলকাতার ওপর দিয়ে সর্বোচ্চ গতিবেগে বইছে আম্ফান। প্রতি ঘণ্টায় তার গতিবেগ ১৩০ কিলোমিটার। ইতিমধ্যেই তছনছ হয়েছে গোটা শহর।
আবহাওয়া দফতর জানিয়েছে, এখনও প্রায় ঘণ্টা দু-এক তাণ্ডব চালাবে আম্ফান। তারপর ধীরে ধীরে শক্তি ক্ষয় করবে। আয়লার থেকে ভয়ঙ্কর আকার নিয়েছে আম্ফান।
আম্ফানের দাপটে কলকাতার কালনার মন্তেশ্বরের ভেঙে পড়ল গাছ, পূর্বস্থলীর ফোলেয়া গ্রামে কণিকা দাস নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
অন্যদিকে, প্রবল ঝড়ের তাণ্ডবে বাড়ি ভেঙে মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে লক্ষ্মী কুমারী সাউ (১৩) নামে আরও এক কিশোরীর। সে কলকাতার শালিমার এলাকার বাসিন্দা।
এনপি৭১/সূত্র: বাংলাদেশ প্রতিদিন