এনপিনিউজ৭১/ নিজেস্ব প্রতিবেদক/ ২৩ এপ্রিল রংপুর
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মোহা: আব্দুল আলীম মাহমুদ বলেছেন, বর্তমানে সারাবিশ্ব আজ থমকে গেছে করোনা ভাইরাসের মহামারীর কারণে। অন্যান্য দেশের চাইতে আল্লাহর অশেষ রহমতে প্রিয় বাংলাদেশ ভাল আছে। কিন্তুু সাবধানতা অবলম্বন না করলে আমাদের ক্ষতির মুখে পরতে হবে। তাই সকলকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের হওয়া যাবে না। এতে যেমন আপনি নিরাপদ থাকবেন, ঠিক তেমনি আপনার পরিবারও নিরাপদ থাকবে।
বৃহস্পতিবার কোতোয়ালি থানার ১৬ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে এক হাজার অসহায় দুস্থ ও কর্মহীন পরিবারকে দশ দিনের খাদ্য সামগ্রী বিতরণ কালে পুলিশ কমিশনার এসব কথা বলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আপিএমপি’র ডিসি হেডকোয়াটার্স মইদুল ইসলাম, কমিউনিটি পুলিশিং কোতোয়ালী থানা কমিটির সদস্য সচিব আব্দুল কাদের দিদার, ১৬ নং ওয়ার্ড কমিটির সভাপতি মনজুর আহমেদ আজাদ, সাধারণ সম্পাদক মোঃ মমিনুর রহমান লিটন, সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ মাহমুদ এলাহী বিপ্লব সহ কমিউনিটি পুলিশিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। এসময় পুলিশ কমিশনার আসন্ন রমজান মাস উপলক্ষে ১৬ নং ওয়ার্ড যে ভালো উদ্যোগ নিয়েছেন সেটিকে সাধুবাদ জানিয়ে বলেন, রংপুর মেট্রোপলিটন এরিয়াতে ৩৩ টি ওয়ার্ডে কমিউনিটি পুলিশিং কমিটির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দকে একই কার্যক্রম পরিচালনা করার জন্য অনুরোধ জানান ।
এনপি৭১/মেহি