নিউজ ডেক্সঃ
সাতক্ষীরার কলারোয়ায় এক প্রবাসীর বাড়ি থেকে নিজাম উদ্দীন (৬০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তি স্ট্রোক করেছেন বলে প্রাথমিক ধারণা পুলিশের। মঙ্গলবার (২৮ জুন) রাত ১টার দিকে উপজেলার দিগাং গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত নিজাম উদ্দীন কলারোয়া উপজেলার গোয়ালপোতা এলাকার মো. ফকির উদ্দীন সরদারের ছেলে এবং কলারোয়ার কাজিরহাট বাজারের একজন ব্যবসায়ী।
নিজাম উদ্দীনের ভাই মশিয়ার সরদার বলেন, রাত ১টার দিকে দিগাং এলাকা থেকে মেম্বার আসাদ সরদার আমাকে ফোন করে বলার পর আমরা সেখানে গিয়ে দেখি আমার ভাইয়ের মৃতদেহ পড়ে আছে। তার হাতে ও পায়ে ক্ষত রয়েছে। আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন মৃধা বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। কম্বোডিয়া প্রাবাসী আব্দুস সামাদের স্ত্রী তহমিনা বেগমের সঙ্গে দীর্ঘদিনের পরকীয়া প্রেম ছিল নাজিম উদ্দীনের।
মঙ্গলবার রাতে নাজিম তহমিনার ঘরে গেলে তহমিনার ছেলে সুমন হোসেন চোর বলে চিৎকার করে। সেই চিৎকার শুনে নিজাম উদ্দীন ঘর থেকে বের হওয়ার সময় পড়ে গিয়ে স্ট্রোক করে মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেও জানান ওসি।
তিনি আরও বলেন, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য প্রবাসী সামাদ সরদারের ছেলে সুমন হোসেন (২০), স্ত্রী তহমনিা বেগম (৪০) ও আব্দুল মাজেদসহ তিন জনকে আটক করা হয়েছে।
Leave a Reply