মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৬ অপরাহ্ন

খবরের শিরোনাম :
প্রধানমন্ত্রী তনয়া সায়মা ওয়াজেদের ভিজিটিং কার্ড চেয়ে নিয়েছেন মার্কিট প্রেসিডেন্ট জো বাইডেন: পররাষ্ট্র মন্ত্রী। লালমনিরহাটে এক সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। পীরগাছায় হাসুয়ার কোপে খালুর মাথা বিচ্ছিন্ন করল ভাগনে! প্রথমে মোবাইলে প্রেম, পালিয়ে এসে দেখেন প্রেমিক দৃষ্টিহীন,অতপর রংপুরে তাজহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার রংপুরে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান ২৫ হাজার টাকা জরিমানা দাম কমলে ডিম সেদ্ধ করে ফ্রিজে রাখতে বললেন প্রধানমন্ত্রী যে দলে যোগ দেওয়ার ঘোষণা দিলেন হিরো আলম সংবাদ সম্মেলনে মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানালো রসিকের পরিচ্ছন্নতা কর্মীরা রংপুর মহানগর জাতীয় যুব সংহতির বিক্ষোভ মিছিল
বিয়াইনের সঙ্গে সম্পর্কের জেরে ফাঁস দিলো ছাত্রলীগ নেতা

বিয়াইনের সঙ্গে সম্পর্কের জেরে ফাঁস দিলো ছাত্রলীগ নেতা

নিউজ ডেক্সঃ
বিয়াইনের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিলো চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারি শহীদুল ইসলামের। কিন্তু কোনভাবেই পরিবারকে মানাতে পারছিলেন না। এনিয়ে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। শেষ পর্যন্ত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এই ছাত্রলীগ নেতা।

শুক্রবার (১ জুন) সন্ধ্যা ৭টার দিকে এই ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত ছাত্রলীগ নেতা শহীদ ভাটিখাইন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল ইসলামের পুত্র।

জানা গেছে, বড় ভাই লিটনের শ্যালিকার সঙ্গে ছাত্রলীগ নেতা শহীদুল ইসলাম শহীদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের সদস্যরা বিষয়টি না মানায় তাদের সাথে শহীদের মনোমালিন্য চলছিলো। একপর্যায়ে অনেকটা অভিমান করে শুক্রবার বিকেলের দিকে নিজের শোয়ারঘরের ফ্যানের সাথে রশিতে ঝুলে আত্মহত্যা করেন শহীদ। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক শিশু জানালা দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশটি দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দিলে তারা শহীদকে পটিয়া হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক শহীদকে মৃত ঘোষণা করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, যতটুকু জেনেছি প্রেমের সম্পর্কের জেরে ছাত্রলীগ নেতা আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন শেষে বাকিটা জানা যাবে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

© ২০২০-২২ সর্বস্বত্ব সংরক্ষিত | এনপিনিউজ৭১.কম
Developed BY Rafi It Solution