নিউজ ডেক্সঃ
বাবার সাথে ঈদের নামাজ শেষে বাড়ি ফেরা হলো না মাহমুদুল হাসান নামের অনার্স ৩য় বর্ষের এক শিক্ষার্থীর।
রোববার (১০ জুলাই) সকালে রংপুর নগরীর পাকার মাথা এলাকায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইলের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের নামাজ শেষে কোরবানির মাংস কাটার জন্য প্রয়োনীয় সামগ্রী বাসা থেকে নিয়ে আসার জন্য মোটরসাইকেল করে বাড়িতে যাওয়ার পথে পাকার মাথা নামকস্থানে রংপুর থেকে মহিপুর গামী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরহী মাহমুদুল হাসান মারা যান। এ ঘটনায়
মাইক্রোবাসসহ চালক পলাতক রয়েছে।
নিহত মাহমুদুল হাসান গঙ্গাচড়া সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি তদন্ত হোসেন আলী জানান, মাইক্রোবাস চালক পলাতক রয়েছে। নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।