নিজস্ব প্রতিবেদকঃ
১২ ঘন্টার মধ্যে কোরবানীর বজ্য অপসারণের ঘোষণা দিয়েছে রংপুর সিটি কর্পোরেশন। এজন্য পর্যাপ্ত জনবল নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ।এই ঘোষনার পর থেকেই দ্রুত বর্জ্য অপসারন হচ্ছে রসিকের প্রতিটি ওয়ার্ডে।
রোববার দুপুরে নগরীর শাপলা চত্ত্বরে কোরবানীর বজ্য অপসারণ কাজের উদ্বোধন করেন, প্যানেল মেয়র সামসুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাহবুব রহমান মঞ্জু, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা, কঞ্জারভেন্সী শাখার ইন্সপেক্টর শাহীন হোসেনসহ অন্যরা।
রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, রংপুর সিটি কর্পোরেশন নির্ধারিত ৩৩টি ওয়ার্ডের ১১৭টি স্থানে কোরবানী করা হয়েছে। এসব স্থান থেকে কোরবানীর বজ্য অপসারণের জন্য এক হাজার ৪২ জন পরিচ্ছন্নতা কর্মী কাজ করছে। সিটি কর্পোরেশনের ৩৯ টি ট্রাক ও ১২৫টি ট্রলি-রিক্সা ভ্যান বজ্য অপসারণে নিয়োজিত রয়েছে।