নিউজ ডেক্সঃ
রংপুরের গঙ্গাচড়ায় খালের পানিতে ডুবে মরিয়ম খাতুন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর ) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের রমাকান্ত গাউছিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া মরিয়ম ওই গ্রামের সাহেব আলীর মেয়ে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে মরিয়ম বাড়ির উঠানে খেলা করছিল। এসময় সবার অজান্তে শিশুটি বাড়ির পাশে থাকা খালের পানিতে পড়ে ডুবে যায়। খোঁজা খুঁজির এক পর্যায়ে তার মা মরিয়মের মরদেহ খালের পানিতে দেখতে পান।
গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় লাশের প্রাথমিক সুরতহাল শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।