নিউজ ডেক্সঃ
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার, নিরাপদ বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ করেছেন পাগলাপীর বাইক রাইডার্স গ্রুপ।মানব সেবাই পরম ধর্ম,এই স্লোগান সামনে রেখে বাইক ট্যূরের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছে পাগলাপীর বাইক রাইডার্স।গতকাল শুক্রবার জুম্মার দিনে নিরাপদ বৃদ্ধাশ্রমে থাকা অসহায় হত দরিদ্র মানুষগুলোর মাঝে আনন্দের ভাগাভাগি করেন পাগলাপীর বাইক রাইডার্স।পরিবার, প্রিয়জন বিহীন এই মানুষগুলোর আশ্রয়স্থল যখন বৃদ্ধাশ্রমে তখন পাগলাপীর বাইক রাইডার্স থাকতে চেয়েছে তাদের পাশে।যেকোনো সমস্যায় পাগলাপীর বাইক রাইডার্স থাকবে তাদের পাশে।
এসময়ে উপস্থিত ছিলেন পাগলাপীর বাইক রাইডার্স এর প্রতিষ্ঠাতা এডমিন রিয়াজ হোসেন শিমুল,সাগর,ইয়ামিন,মামুন ও সাধিন সহ আরো অনেকেই।
পাগলাপীর বাইক রাইডার্স গ্রুপের এডমিন রিয়াজ বলেন
আমরা চাই আমাদের আশপাশের অসহায় হতদরিদ্র মানুষগুলো ভালো থাকুক,হাসি খুশি থাকুক সবসময়।আমাদের লক্ষ্য আমরা সবসময় সমাজে পিছিয়ে পড়া মানুষগুলোর পাশে থাকতে চাই এবং দেশ ও জাতীর জন্য উন্নয়ন মূলক কাজ করে যেতে চাই,,আমরা চাই সকল শ্রেণির মানুষের মধ্যে পরস্পর ভালোবাসার সম্প্রতি ঘটুক।
আমাদের জন্য সকলে দোয়া করবেন আমরা আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।অসহায় হতদরিদ্র পরিবার বিহীন মানুষগুলোর আশ্রয়স্থল তৈরি করেছেন
সাজ্জাদুর রহমান সাজু ভাই পাগলাপীর বাইক রাইডার্স পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো ভাইয়ের জন্য।