নিউজ ডেক্সঃ
দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জেলা জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার হোসেন।
আনারস প্রতীকে দেলোয়ার হোসেন পেয়েছেন এক হাজার ১৬২টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজিজুল ইমাম চৌধুরী চশমা প্রতীকে পেয়েছেন ৭৮ ভোট এবং আওয়ামী লীগ নেতা তৈয়ব উদ্দিন চৌধুরী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২২৬ ভোট।
সোমবার (১৭ অক্টোবর) বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহীনুর ইসলাম প্রামাণিক।
এর আগে সকাল ৯টায় ভোট শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে এক হাজার ৪৭৯ ভোটারের মধ্যে এক হাজার ৪৭১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বিকালে ফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তা।