নিউজ ডেক্সঃ
আগামী ২০ নভেম্বর ২০২২ পর্দা উঠছে কাতার বিশ্বকাপ ফুটবলের।বিশ্বকাপ ফুটবলের আমেজ ছড়িয়ে পরেছে স্বারা বিশ্ব জুড়ে উত্তরবঙ্গের রাজধানী রংপুর এর ব্যাতিক্রম নয় তাই রংপুরে আর্জেন্টিনা ফ্যান ক্লাব রংপুর বিভাগীয় আংশীক কমীটি গঠন উপলক্ষে মত বিনিময় সভার আয়োজন করা হয়।(৪ নভেম্বর শুক্রবার) বিকেলে রংপুর ঐতিহাসিক টাউন হল চত্তরে আয়োজিত আর্জেন্টিনা ফ্যান ক্লাব রংপুর বিভাগীয় আংশিক কমিটি গঠনে সভাপতিত্ব করেন জহির আলম নয়ন।বক্তব্য রাখেন আসাদুজ্জামান আফজান,সংগিত শিল্পি রিদয় জে জে,সংগঠক আকাশ খান,ইয়াসির আরাফাত জীবন প্রমুখ।আসাদুজ্জামান আফজাল কে সভাপতিজহির আলম নয়ন কে সাধারন সম্পাদক করে একটি আংশিক কমিটি গঠন করা হয় উক্ত আংশিক কমিটিতে সিনিয়র সহ-সভাপতি জাকির আহমদ সহ সভাপতি আকাশ খান,আকিবুর রহমান মনু সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক রিদয় জেজে,,সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত জীবন সহ সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রকি,কোষাদক্ষ ফরাদুজ্জামান ফারুক, যোগাযোগ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল,প্রচার সম্পাদক রাজিমুজ্জামান হৃদয়,দপ্তর সম্পাদক ইমরান কবীর ও সর্ব কনিষ্ট সদস্য মুরশিদ হাসন কে নিয়ে আংশিক কমিটি গঠন করা হয় আগামী শুক্রবার(১১ নভেম্বর ) আর্জেন্টিনা ফ্যান ক্লাব রংপুর বিভাগীয় পূর্নাজ্ঞ কমীটি গঠন করা হবে এতে আর্জেন্টিনার সকল সমর্থকদের উপস্থিত থাকার জন্য আহব্বান জানানো হলো।