বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৯ অপরাহ্ন

খবরের শিরোনাম :
প্রধানমন্ত্রী তনয়া সায়মা ওয়াজেদের ভিজিটিং কার্ড চেয়ে নিয়েছেন মার্কিট প্রেসিডেন্ট জো বাইডেন: পররাষ্ট্র মন্ত্রী। লালমনিরহাটে এক সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। পীরগাছায় হাসুয়ার কোপে খালুর মাথা বিচ্ছিন্ন করল ভাগনে! প্রথমে মোবাইলে প্রেম, পালিয়ে এসে দেখেন প্রেমিক দৃষ্টিহীন,অতপর রংপুরে তাজহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার রংপুরে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান ২৫ হাজার টাকা জরিমানা দাম কমলে ডিম সেদ্ধ করে ফ্রিজে রাখতে বললেন প্রধানমন্ত্রী যে দলে যোগ দেওয়ার ঘোষণা দিলেন হিরো আলম সংবাদ সম্মেলনে মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানালো রসিকের পরিচ্ছন্নতা কর্মীরা রংপুর মহানগর জাতীয় যুব সংহতির বিক্ষোভ মিছিল
মোস্তফা জাতীয় পার্টির মনোনয়ন পাওয়ায় স্বস্তিতে নেতাকর্মীরা

মোস্তফা জাতীয় পার্টির মনোনয়ন পাওয়ায় স্বস্তিতে নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর কমিটির সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা  জাতীয় পার্টির লাঙল মার্কার দলীয় মনোনয়ন পেয়েছেন। নানা গুঞ্জনের পর ফের মোস্তফাকে প্রার্থী চুড়ান্ত করায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও মোস্তফার শুভাকাংঙ্খীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

গতকাল রোববার দুপুরে ঢাকায় বনানীস্থ দলীয় কার্যালয়ে চেয়ারম্যানের পক্ষে চূড়ান্ত মনোনয়ন দেন দলের মহাসচিব মজিবুর হক চুন্নু।

জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, রোববার (১৩ নভেম্বর) দুপুরে ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ে বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার দলীয় মনোনয়ন রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক এইচ এম ইয়াসিরের হাতে তুলে দেন দলের মহাসচিব মজিবুল হক চুন্ন। এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আনিসুর রহমান আনিসসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন পেয়ে জাপার প্রার্থী রসিকের বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা দলের চেয়ারম্যান ও মহাসচিবসহ রংপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, রংপুর জাতীয় পার্টির দুর্গ। আগের যে কোনো সময়ের চেয়ে রংপুরে জাতীয় পার্টি এখন অনেক বেশি সুসংগঠিত। সাধারণ মানুষ জাতীয় পার্টিকে ভালবাসে, আমাকে ভালোবাসে। আশা করছি যদি ভোটের পরিবেশ নষ্ট না করা হয়, প্রশাসন নিরপেক্ষ হয়ে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন করে, তাহলে বিজয় আমাদের শতভাগ নিশ্চিত। তিনি বলেন, দলীয় মনোনয়নের বিষয়টি নির্বাচন কমিশন, রংপুর নির্বাচন অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরে ফ্যাক্সযোগে পাঠানো হয়েছে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

© ২০২০-২২ সর্বস্বত্ব সংরক্ষিত | এনপিনিউজ৭১.কম
Developed BY Rafi It Solution