বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৩ পূর্বাহ্ন

খবরের শিরোনাম :
প্রধানমন্ত্রী তনয়া সায়মা ওয়াজেদের ভিজিটিং কার্ড চেয়ে নিয়েছেন মার্কিট প্রেসিডেন্ট জো বাইডেন: পররাষ্ট্র মন্ত্রী। লালমনিরহাটে এক সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। পীরগাছায় হাসুয়ার কোপে খালুর মাথা বিচ্ছিন্ন করল ভাগনে! প্রথমে মোবাইলে প্রেম, পালিয়ে এসে দেখেন প্রেমিক দৃষ্টিহীন,অতপর রংপুরে তাজহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার রংপুরে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান ২৫ হাজার টাকা জরিমানা দাম কমলে ডিম সেদ্ধ করে ফ্রিজে রাখতে বললেন প্রধানমন্ত্রী যে দলে যোগ দেওয়ার ঘোষণা দিলেন হিরো আলম সংবাদ সম্মেলনে মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানালো রসিকের পরিচ্ছন্নতা কর্মীরা রংপুর মহানগর জাতীয় যুব সংহতির বিক্ষোভ মিছিল
অভাবের সংসারে বার্ষিক পরিক্ষা দেয়ার দ্বিমত থাকা শয়নের পরিক্ষার সুযোগ করে দিলো পাগলাপীর বাইক রাইডার্স টিম।

অভাবের সংসারে বার্ষিক পরিক্ষা দেয়ার দ্বিমত থাকা শয়নের পরিক্ষার সুযোগ করে দিলো পাগলাপীর বাইক রাইডার্স টিম।

নিজস্ব প্রতিবেদকঃ

অভাবের সংসারে বার্ষিক পরিক্ষা দেয়ার দ্বিমত থাকা শয়নের পরিক্ষার দেয়ার সুযোগ করে দিলো পাগলাপীর বাইক রাইডার্স টিম।গতকাল রবিবার পাগলাপীর বাইক রাইডার্সের এডমিন রিয়াজ কে বিষয়টি জানায় শয়ন রায়, সে বার্ষিক পরিক্ষার
অংশগ্রহণ করবে না,স্কুলের অনেক মাসের বেতন বাকি থাকায় লজ্জায় সে পরিক্ষা দিতে দ্বিমত জানালে, এমতাবস্থায় পাগলাপীর বাইক রাইডার্স টিম তার বার্ষিক পরিক্ষার সুযোগ করে দেয়ার আশ্বাস দেন।এবং আজ সোমবার সকাল বেলা বিদ্যালয়ে যেয়ে শয়নের প্রবেশপত্র নিয়ে দেয়।এবং পরিক্ষার শেষ পর্যন্ত পরিক্ষা সেন্টারে থাকে পাগলাপীর বাইক রাইডার্স টিম।
শয়ন পরিবারের বড় ছেলে।বাবা দিনমজুর,খুব কষ্টে জীবন-যাপন করে শয়ন ও তার পরিবার।এবং শয়ন পড়ালেখার পাশাপাশি একটা ছোট মেকানিক দোকানে কাজ করে থাকে।তার বিদ্যালয়ে অনেক মাসের বেতন বাকী যা তার পরিবারের পক্ষে দেয়া একবারেই অসম্ভব।এ কথা শুনে এগিয়ে আসে পাগলাপীর বাইক রাইডার্স টিম।পাগলাপীর বাইক রাইডার্সের প্রতিষ্ঠাতা রিয়াজ জানায়,আমরা শয়নের এই ঘটনা শোনার পর তার দায়িত্ব নেই,কারণ শিক্ষা জাতীর মেরুদণ্ড আর এই শিক্ষা থেকে অর্থনৈতিক কারণে যেনো কোনো অসহায় পরিবারের সন্তান বঞ্চিত হতে না পারে সে জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি।আমরা ইতিমধ্যে
বিভিন্ন ট্যূরের পাশাপাশি সমাজে উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি,স্বেচ্ছায় রক্তদান,পথশিশুদের খাবার বিতরণ,ঠান্ডায় শীতবস্ত্র বিতরণ,বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক বিরোধী আন্দোলন,বৃক্ষরোপণ ও
বৃদ্ধাশ্রম সহ অসহায় মানুষের পাশে সবসময় কাজ করে যাচ্ছি আমরা।সকলের দোয়া ও পরামর্শ নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।
পরিশেষে শয়নের মতো হতদরিদ্র গরিব ঘরের সন্তানদের শিক্ষার মান বৃদ্ধি ঘটুক এটাই কামনা করি সবসময়।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

© ২০২০-২২ সর্বস্বত্ব সংরক্ষিত | এনপিনিউজ৭১.কম
Developed BY Rafi It Solution