রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আচরণবিধি ভেঙে কোন ধরনের অন্যায় করলে সেখানেই প্রতিরোধ প্রতিবাদ করবে জাতীয় পার্টি বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।
দুপুরে নগরীর রঘুবাজারে গণসংযোগকালে মোস্তফা বলেন,’রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় আছে। এখন পর্যন্ত নির্বাচনী আচরণবিধি ভেঙ্গে কোন প্রার্থীর ওপর আক্রোশ, জুলুম, নির্যাতন হয়নি। তবে এ ধরনের অন্যায় দেখলে সেখানেই প্রতিরোধ-প্রতিবাদ করা হবে। জাতীয় পার্টি এখানে অনেক শক্তিশালী অবস্থানে আছে ।যেখানেই অন্যায় হবে সেখানেই প্রতিরোধ প্রতিবাদ করব ।সে সক্ষমতা জাতীয় পার্টির আছে’।
সকল প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি মেনে একটি গ্রহণযোগ্য এবং উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত করতে আহ্বান জানিয়ে মোস্তফা বলেন, রংপুরে আমরা জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত করতে চাই। এতে জনগণ যাকেই রায় দেবে আমরা সেই রায়ের প্রতি শ্রদ্ধাশীল হব।
জনগণের রায় মেনে নেয়ার মানসিকতা আছে জানিয়ে মোস্তফা বলেন, সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে হাস মার্কায় ৭৯ হাজার ভোট পেয়েছিলেন এবং জনগণের সেই রায়কে তিনি শ্রদ্ধার সাথে মেনে নিয়েছিলেন । একজন স্কুল মাস্টারের ছেলেকে জনগণের রায় দিয়েছিল আমি তাতে সন্তুষ্ট হয়েছিলাম এবং পরের বার নির্বাচনে জনগণ আমাকে এক লক্ষ ভোটের ব্যবধানে জিতিয়েছে।
গত নির্বাচনের চেয়ে এবার প্রতিপক্ষপ্রার্থীর সাথে ভোটের ব্যবধান আরো বাড়বে বলেও আশাবাদী তিনি।
নির্বাচনী প্রচারণায় অংশ নেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাপার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, যুব সংহতির জেলা সভাপতি হাসানুজ্জামান নাজিম, মহানগর ছাত্রসমাজের সভাপতি ইয়াসিন আরাফাত আসিফসহ জাতীয় পার্টি নেতৃবৃন্দ।