নিজস্ব প্রতিবেদকঃ
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে আশা জানিয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী ও বিদায়ী মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। রংপুরের মানুষ শান্তিপূর্ণ ,এখানকার ভোট উৎসবমুখর হবে বলে জানান তিনি।
নগরীতে গণসংযোগকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের মাঠের অবস্থা ভালো আছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে কোন ধরনের সংঘাত ঘটেনি। উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণমূলক একটি ভোট হবে রংপুরে।
কোন প্রার্থীর ব্যাপারে আচরনবিধি লংঘনের অভিযোগ আছে কিনা এমন প্রশ্নের উত্তরে মোস্তফা বলেন,’কাউকে নিয়ে আমাদের কোন কমপ্লেইন (অভিযোগ) নেই,কারো এগেইনস্টে (বিরুদ্ধে) অভিযোগ নেই। আমি গ্রাউন্ড লেভেল থেকে উঠে আসা একজন মানুষ।ভোট চাইতে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, জনতার উচ্ছ্বাস দেখেই বোঝা যায় এবার লাঙ্গল আরো বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবে’।
রংপুরে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোট করতে সকল প্রার্থীদের সহযোগিতা কামনা করেন তিনি।
জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির জানান, একটি শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত করতে জাতীয় পার্টি বদ্ধপরিকর। আমরা কোন প্রার্থীর ব্যাপারে কথা বলছি না কিন্তু একজন প্রার্থী আমাদের প্রার্থীকে নিয়ে বিভিন্ন পথসভায় কুৎসিত মন্তব্য করছে জাতীয় পার্টি তাকে নিয়ে মন্তব্য করা শুরু করলে তিনি টিকতে পারবেন না বলেও হুশিয়ারি দেন তিনি।