হারাগাছ (রংপুর) প্রতিনিধি।।
হারাগাছ পৌরসভার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ল্যাবরেটরী স্কুলে শনিবার সকাল ১০ ঘটিকায় স্কুল প্রাঙ্গনে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি পরিচালনা পরিষদ এশিয়ান ল্যাবরেটরী স্কুল, জনাব আনোয়ারুল হক নুর,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এশিয়ান ল্যাবরেটরী স্কুলের পরিচালক মাহবুবুল করিম, পরিচালক হারুন উর রশিদ হারুন, পরিচালক আখলাক হোসেন মঞ্জু, পরিচালক নুরে আলম সিদ্দিক, হারাগাছ প্রেসক্লাবের সভাপতি আয়নাল হক সহ এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী এশিয়ান ল্যাবরেটরী স্কুল জিয়াউর রহমান নয়ন। এ সময় ছাত্র ছাত্রীদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং ১ নং হতে ১০ নং রোল পর্যন্ত ছাত্র -ছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।