বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৭ পূর্বাহ্ন

খবরের শিরোনাম :
প্রধানমন্ত্রী তনয়া সায়মা ওয়াজেদের ভিজিটিং কার্ড চেয়ে নিয়েছেন মার্কিট প্রেসিডেন্ট জো বাইডেন: পররাষ্ট্র মন্ত্রী। লালমনিরহাটে এক সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। পীরগাছায় হাসুয়ার কোপে খালুর মাথা বিচ্ছিন্ন করল ভাগনে! প্রথমে মোবাইলে প্রেম, পালিয়ে এসে দেখেন প্রেমিক দৃষ্টিহীন,অতপর রংপুরে তাজহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার রংপুরে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান ২৫ হাজার টাকা জরিমানা দাম কমলে ডিম সেদ্ধ করে ফ্রিজে রাখতে বললেন প্রধানমন্ত্রী যে দলে যোগ দেওয়ার ঘোষণা দিলেন হিরো আলম সংবাদ সম্মেলনে মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানালো রসিকের পরিচ্ছন্নতা কর্মীরা রংপুর মহানগর জাতীয় যুব সংহতির বিক্ষোভ মিছিল
নামাজ পড়ে এসে দেখেন ৫ লাখ টাকা নেই

নামাজ পড়ে এসে দেখেন ৫ লাখ টাকা নেই

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের কাউনিয়ায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের এক ব্যবসায়ীর দোকান থেকে ৫ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা হলেও এখনো ধরা পড়েনি চোর চক্রের সদস্যরা। তবে সিসিটিভির ফুটেজ দেখে অপরাধী সনাক্ত করতে চেষ্টা করছে পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় টাকা চুরির অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন হারাগাছ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।

এর আগে, এদিন দুপুরের দিকে জুমার নামাজের সময় হারাগাছ পৌরসভার সারাই আমবাগান বাজার এলাকায় শরিফুজ্জামান নামের এক ব্যবসায়ীর দোকানে এ ঘটনা ঘটে।

এজেন্ট ব্যাংকটির মালিক শরিফুজ্জামান জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টার দিকে এজেন্ট ব্যাংকের দোকান খোলেন শরিফুজ্জামান। পরে সাড়ে ১২টার দিকে দোকান বন্ধ করে জুমার নামাজ পড়তে যান। নামাজ শেষে এসে দেখেন দোকানের দরজা খোলা। এরপর দোকানে ঢুকে ড্রয়ারে (ক্যাশ বাক্স) রাখা ৫ লাখ ৪ হাজার ৯৪১ টাকা নেই। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে পরিদর্শন করে।

এদিকে দোকানের বাইরে থাকা একটি সিসিটিভির ফুটেজে দেখা যায়- দুই যুবক মোটরসাইকেলযোগে এসে এজেন্ট ব্যাংকিংয়ের দোকানের দরজা (সাটার) খুলে ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণ পরে সেখান থেকে বের হয়ে যান। ধারণা করা হচ্ছে ওই দুই যুবকই ড্রয়ারে রাখা এজেন্ট ব্যাংকিংয়ের টাকা নিয়ে পালিয়েছে।

এব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, দোকান থেকে টাকা চুরির ঘটনায় মামলা হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।

ফরহাদুজ্জামান ফারুক/রংপুর
০১৭১৭৯৪৮১০১/০৩-০২-২০২৩

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

© ২০২০-২২ সর্বস্বত্ব সংরক্ষিত | এনপিনিউজ৭১.কম
Developed BY Rafi It Solution