বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৮ পূর্বাহ্ন

খবরের শিরোনাম :
প্রধানমন্ত্রী তনয়া সায়মা ওয়াজেদের ভিজিটিং কার্ড চেয়ে নিয়েছেন মার্কিট প্রেসিডেন্ট জো বাইডেন: পররাষ্ট্র মন্ত্রী। লালমনিরহাটে এক সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। পীরগাছায় হাসুয়ার কোপে খালুর মাথা বিচ্ছিন্ন করল ভাগনে! প্রথমে মোবাইলে প্রেম, পালিয়ে এসে দেখেন প্রেমিক দৃষ্টিহীন,অতপর রংপুরে তাজহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার রংপুরে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান ২৫ হাজার টাকা জরিমানা দাম কমলে ডিম সেদ্ধ করে ফ্রিজে রাখতে বললেন প্রধানমন্ত্রী যে দলে যোগ দেওয়ার ঘোষণা দিলেন হিরো আলম সংবাদ সম্মেলনে মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানালো রসিকের পরিচ্ছন্নতা কর্মীরা রংপুর মহানগর জাতীয় যুব সংহতির বিক্ষোভ মিছিল
পৌরসভার জনবল দিয়ে রংপুর সিটি কর্পোরেশন চলছে- মেয়র মোস্তফা

পৌরসভার জনবল দিয়ে রংপুর সিটি কর্পোরেশন চলছে- মেয়র মোস্তফা

 

নিজস্ব প্রতিবেদকঃ

রংপুর সিটি কর্পোরেশনের দ্বিতীয় বারেরমতো নির্বাচিত মেয়র আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, রংপুর পৌরসভার জনবল দিয়ে এখন রংপুর সিটি কর্পোরেশন চলছে।

আমাদের স্ক্রিল জনবল নাই। যারা চাহিদা অনুযায়ী তাদের আইডিয়া শেয়ার করে যে প্রকল্পগুলো অন্যান্য সিটি কর্পোরেশনে হচ্ছে, তারা কিভাবে করছে, তারা প্রোফাইল কিভাবে তৈরী করছে, এগুলোকে সংগ্রহ করে, ঠিক অনুরুপভাবে প্রজেক্টগুলো প্রোফাইল তৈরী করে সঠিক সময়ে যদি সাবমিট করতে পারি। তাহলে আমাদের এই গতানুগতিক ধারা ব্রেকআপ করে আমরা একটা লাইনআপ হয়ে যাবো।

উন্নত সিটি করতে গেলে আমাদের এই কাজগুলো করার সুযোগ আছে। সেই কাজগুলো বাস্তবায়নের জন্য আমি যদি মাননীয় প্রধানমন্ত্রীর সাপোর্ট চাই , তা তিনি দেয়ার জন্য প্রস্তুত আছে। রোববার নগর ভবন চত্ত্বরে রংপুর সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়ন আয়োজিত দ্বিতীয় বারের মতো নির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরবৃন্দের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

মেয়র মোস্তফা বলেন, গত মাসের ৪ তারিখে আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি। তার পরে শপথ হলো। দায়িত্ব নেয়ার পরপরেই আমাদের পরিষদের কাজ হবে প্রধানমন্ত্রীর সাথে যোগসূত্র তৈরী করে ব্যাপক ফান্ডিংয়ের মাধ্যমে কাজ করা।

রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুহুল আমিন মিয়ার সভাপতিতে অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সচিব উম্মে ফাতেমা, রাজস্ব কর্মকর্তা জয়শ্রী রানী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু তালেব সরকার, নির্বাহী প্রকৌশলী আজম আলী, আনিসুজ্জামান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহামুদ হাসান মৃধা, প্রশাসনিক কর্মকর্তা নাঈমুল হক, হিসাব রক্ষক কর্মকর্তা হাবিবুর রহমান। রংপুর সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর শান্তর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম বাবলু।

এছাড়াও মেয়র মোস্তফার পিতা আলহাজ্ব মোঃ মামদুহুর রহমান, সহধর্মীরি মোছাঃ জেলি রহমান, ছোট কন্যা জারিন তাসমিন ও ছোট ভাই আনিছুর রহমান আনিছ, জাতীয় পার্টি রংপুর জেলার সদস্য সচিব হাজ্বী আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টি রংপুর মহানগর কমিটির সহ-সভাপতি লোকমান হোসেন, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর আহবায়ক মোঃ ফারুক হোসেন মন্ডল উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

© ২০২০-২২ সর্বস্বত্ব সংরক্ষিত | এনপিনিউজ৭১.কম
Developed BY Rafi It Solution