রোববার রাত ৯টার দিকে কুমিল্লার গোমতী নদীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাফি কুমিল্লা নগরীর নজরুল অ্যাভিনিউ এলাকার কবি দীপ্র আজাদ কাজলের ছেলে ও নগরীর রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
জানা গেছে, নতুন মোটরসাইকেল নিয়ে দুই বন্ধুসহ গোমতী নদীর পাড়ে ঘুরতে বের হন মাফি। রাত ৯টায় আইল্যান্ডে মোটরসাইকেল উল্টে যায়। এতে মাফিসহ তার দুই বন্ধু আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মাফিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের বাবা দৈনিক আমাদের কুমিল্লার সাহিত্য সম্পাদক কবি দীপ্র আজাদ কাজল বলেন, কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে এবার এসএসসি পরীক্ষায় পাস করে নগরীর রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হন মাফি। নাতি কলেজে ভর্তি হওয়ার খুশিতে ২৬ ফেব্রুয়ারি বিকেলে মোটরসাইকেল কিনে দেন তার ছোট দাদা। মোটরসাইকেল পেয়ে খুশিতে দুই বন্ধুকে নিয়ে রোববার সন্ধ্যায় গোমতীর পাড় ঘুরতে যান মাফি। রাত ৯টার দিকে ফেরার পথে বিবির বাজার রোডস্থ কালাপীর মাজারের সামনে আইল্যান্ডে এলে মোটরসাইকেলটি উল্টে যায়। এতে তারা তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে মাফিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।