মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৬ অপরাহ্ন

খবরের শিরোনাম :
প্রধানমন্ত্রী তনয়া সায়মা ওয়াজেদের ভিজিটিং কার্ড চেয়ে নিয়েছেন মার্কিট প্রেসিডেন্ট জো বাইডেন: পররাষ্ট্র মন্ত্রী। লালমনিরহাটে এক সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। পীরগাছায় হাসুয়ার কোপে খালুর মাথা বিচ্ছিন্ন করল ভাগনে! প্রথমে মোবাইলে প্রেম, পালিয়ে এসে দেখেন প্রেমিক দৃষ্টিহীন,অতপর রংপুরে তাজহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার রংপুরে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান ২৫ হাজার টাকা জরিমানা দাম কমলে ডিম সেদ্ধ করে ফ্রিজে রাখতে বললেন প্রধানমন্ত্রী যে দলে যোগ দেওয়ার ঘোষণা দিলেন হিরো আলম সংবাদ সম্মেলনে মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানালো রসিকের পরিচ্ছন্নতা কর্মীরা রংপুর মহানগর জাতীয় যুব সংহতির বিক্ষোভ মিছিল
রংপুর আইএইচটি ক্যাম্পাস থেকে চুরি যাওয়া মালামাল সহ ৩ চোর গ্রেফতার

রংপুর আইএইচটি ক্যাম্পাস থেকে চুরি যাওয়া মালামাল সহ ৩ চোর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃরংপুর মহানগরীর তাজহাট আইএইচটি ক্যাম্পাস (স্টাফ কোয়ার্টার ২য় তলার) একটি ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ঘটনায় চুরি যাওয়া স্বর্ণালংকার, টাকা মোবাইল ফোন ল্যাপটপ উদ্ধারসহ ৩ চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

থানায় অভিযোগের বরাত দিয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হোসেন আলী জনান, গত ৫ ফেব্রুয়ারী রাত আনুমানিক পৌনে আটটায় তাজহাট আইএইচটি ক্যাম্পাস (স্টাফ কোয়ার্টার ভবনের ২য় তলার) একটি ফ্ল্যাট থেকে তালা ভেঙে নগদ টাকা, মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় বাদী থানায় লিখিত অভিযোগ দায়ের এর মাত্র ৫ ঘন্টার মধ্যে ওই রাতেই চোরাই মালামাল সহ ৩ চোরকে গ্রেফতার করতে সক্ষম হয় মেট্রোপলিটন কোতোয়ালী থানা পুলিশ।

তিনি বলেন, বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করে অভিযানে নামে কোতয়ালী থানা পুলিশ। একটানা অভিযান চালিয়ে (বক্ষব্যাধি) টিবি হাসপাতাল এর সামনে জনৈক আব্দুল মজিদের ভাড়া দেওয়া বাসা হতে চোরাই মালামাল- নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার সহ ৩ চোরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারকৃত চোর লালমনিরহাট জেলার সদর থানাধীন মাঝাপাড়া গ্রামের মৃত মুন্না মিয়ার ছেলে মোঃ সাবিত হাসান স্বপন (২৫), একই জেলার কালীগঞ্জ থানার অন্তর্ভুক্ত কাশিরাম গ্রামের মৃত সাবের আলীর ছেলে মোঃ আমজাদ হোসেন(৫৫) এবং রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানাধীন ছোট নুরপুর মহল্লার মোঃ আবুল হোসেন এর ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৪৬)। আরপিএমপি রংপুর কোতয়ালী থানার মামলা নং-১২, তারিখ-০৬/০১/২৩ খ্রিঃ,ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

© ২০২০-২২ সর্বস্বত্ব সংরক্ষিত | এনপিনিউজ৭১.কম
Developed BY Rafi It Solution