মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৮ অপরাহ্ন

খবরের শিরোনাম :
প্রধানমন্ত্রী তনয়া সায়মা ওয়াজেদের ভিজিটিং কার্ড চেয়ে নিয়েছেন মার্কিট প্রেসিডেন্ট জো বাইডেন: পররাষ্ট্র মন্ত্রী। লালমনিরহাটে এক সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। পীরগাছায় হাসুয়ার কোপে খালুর মাথা বিচ্ছিন্ন করল ভাগনে! প্রথমে মোবাইলে প্রেম, পালিয়ে এসে দেখেন প্রেমিক দৃষ্টিহীন,অতপর রংপুরে তাজহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার রংপুরে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান ২৫ হাজার টাকা জরিমানা দাম কমলে ডিম সেদ্ধ করে ফ্রিজে রাখতে বললেন প্রধানমন্ত্রী যে দলে যোগ দেওয়ার ঘোষণা দিলেন হিরো আলম সংবাদ সম্মেলনে মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানালো রসিকের পরিচ্ছন্নতা কর্মীরা রংপুর মহানগর জাতীয় যুব সংহতির বিক্ষোভ মিছিল
জিন তাড়ানোর নামে নারীকে পাশবিক নির্যাতন, কবিরাজ কারাগারে

জিন তাড়ানোর নামে নারীকে পাশবিক নির্যাতন, কবিরাজ কারাগারে

নিউজ ডেক্সঃ

নওগাঁর রাণীনগর উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে জিন তাড়ানোর অজুহাতে নারী নির্যাতনের অভিযোগে এক কবিরাজকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

 

বুধবার (২৩ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার (২২ আগস্ট) রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই দিন বিকেলে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্বামী।

গ্রেপ্তারকৃত ব্যক্তি ওই গ্রামের লদিয়া শাহার ছেলে লিয়াকত শাহ (৬৫)। তিনি পেশায় কবিরাজ।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট রাতে পশ্চিম বালুভরা গ্রামের এক নারী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে ভুক্তভোগী নারীকে ঝাড়-ফুঁক দিতে এবং চিকিৎসা করাতে পরিবারের লোকজন প্রতিবেশী কবিরাজ লিয়াকত শাহকে বাড়িতে আনেন। এ সময় ভুক্তভোগী নারীকে জিনে আছর করেছে এবং জিন তাড়াতে হবে, এমন অজুহাতে বাঁশের লাঠি দিয়ে হাতে-পায়েসহ শরীরের বিভিন্নস্থানে এলোপাথারিভাবে মারতে থাকেন লিয়াকত। এতে ভুক্তভোগী নারী গুরুতর অসুস্থ হয়ে পড়লে একই দিন রাতেই তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ভুক্তভোগী নারীকে নওগাঁ জেনারেল হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নারী নির্যাতন করায় অভিযুক্ত লিয়াকতকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বুধবার (২৩ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

© ২০২০-২২ সর্বস্বত্ব সংরক্ষিত | এনপিনিউজ৭১.কম
Developed BY Rafi It Solution