বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৪ পূর্বাহ্ন

খবরের শিরোনাম :
প্রধানমন্ত্রী তনয়া সায়মা ওয়াজেদের ভিজিটিং কার্ড চেয়ে নিয়েছেন মার্কিট প্রেসিডেন্ট জো বাইডেন: পররাষ্ট্র মন্ত্রী। লালমনিরহাটে এক সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। পীরগাছায় হাসুয়ার কোপে খালুর মাথা বিচ্ছিন্ন করল ভাগনে! প্রথমে মোবাইলে প্রেম, পালিয়ে এসে দেখেন প্রেমিক দৃষ্টিহীন,অতপর রংপুরে তাজহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার রংপুরে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান ২৫ হাজার টাকা জরিমানা দাম কমলে ডিম সেদ্ধ করে ফ্রিজে রাখতে বললেন প্রধানমন্ত্রী যে দলে যোগ দেওয়ার ঘোষণা দিলেন হিরো আলম সংবাদ সম্মেলনে মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানালো রসিকের পরিচ্ছন্নতা কর্মীরা রংপুর মহানগর জাতীয় যুব সংহতির বিক্ষোভ মিছিল
রমেকে দালাল বিরোধী অভিযানে ৩ নারী সহ ৬ জনকে সাজা

রমেকে দালাল বিরোধী অভিযানে ৩ নারী সহ ৬ জনকে সাজা

নিউজ ডেক্সঃ
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল বিরোধী অভিযানে ৩নারীসহ ৬জনকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। ভ্রাম্যমান আদালতে আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।
আজ বৃহস্পতিবার (২৪ আগষ্ট) দুপুরে রংপুর মেডিকেলে আসা রোগী ও সেবাগ্রহীতাদের কাঙ্খিত সেবা নিশ্চিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে। পরে দালাল চক্রের ছয় জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

সাজাপ্রাপ্তরা হলেন, রংপুরের পীরগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের আজগর আলীর মেয়ে জেসমিন আক্তারকে (২৫), নগরীর খটখটিয়া দোলাপাড়ার মোহসীন আলীর মেয়ে জেসমিন বেগম (৩৫), গঙ্গাচড়ার খানাটারির নুর ইসলামের ছেলে শাকির হোসেন, ধাপ হাজীপাড়ার হাসেন আলীর ছেলে আতাউর রহমান আতা (২৮), নীলফামারীর দরবেশপাড়ার মতিয়ার রহমানের মেয়ে রুনা আক্তার (৩৫) ও মিঠাপুকুরের পশ্চিম বড়বালা এলাকার মোসলেম উদ্দিনের ছেলে হাফিজুর রহমান(৩৬)।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেওয়ান আসিফ পেলে জানান, ২ নারীকে ১৫ দিন, আতাউর রহমান আতাকে ১মাস ও শাকির হোসেনকে ৩ মাসের জেল দেয়া হয়েছে।

এছাড়াও হাফিজুর রহমানকে ৫হাজার টাকা জরিমানা ও রুনা আক্তার নামে একজনকে ৫০ হাজার টাকার মুচলেকা বন্ডের মাধ্যমে শাস্তি দেয়া হয়েছে। 

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) উৎপল কুমার রায় বলেন, রংপুর মেডিকেলে চিকিৎসা নিতে এসে যেন কেউ দালালদের খপ্পরে পড়ে সর্বশান্ত না হয় এবং হাসপাতালের পরিবেশ ঠিক রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬জনকে শাস্তির আওতায় আনা হয়। তারমধ্যে বিভিন্ন মেয়াদে ৪জনকে জেল প্রদান করা হয়।

এছাড়া একজনকে ৫হাজার টাকা জরিমানা ও আরেকজনকে ৫০ হাজার টাকার মুচলেকা বন্ডের মাধ্যমে শাস্তি দেয়া হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ মেডিকেলের এই স্বাস্থ্যসেবা খাতকে জনসাধারণের জন্য নির্বিঘ্ন করতে অভিযান অব্যাহত রাখবে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

© ২০২০-২২ সর্বস্বত্ব সংরক্ষিত | এনপিনিউজ৭১.কম
Developed BY Rafi It Solution