নিউজ ডেক্সঃ
রংপুরে ইয়াবা মাদকের চেয়েও ভয়ংকর মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বাদশা আলম নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ নাসির হোসেন নামে একজন কারবারিকে গ্রেফতার করছেন রংপুর জেলা ডিবি পুলিশ।
আজ শুক্রবার দুপুরে ডিবি কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান গোয়েন্দা বিভাগের উপ পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর হারাগাছের চিলমন পূর্ব পাড়া এলাকার তার বাড়ির গোয়ালঘর থেকে নিষিদ্ধ ৫০০ পিস মাদক ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরো জানায়, উদ্ধার মাদকের বর্তমান বাজার মূল্য দুই লাখ টাকা আর প্রতিপিস ট্যবলেট বিক্রি হতো ৪০০ টাকায়। এই মাদক ইয়াবার থেকেও ভয়ংকর। তার সহোযোগিদের গ্রেফতারের চেষ্টা চলছে। প্রাথমিক জিজ্ঞেস্যাবাদে গ্রেফতার বাদশা আলম পুলিশকে জানায়, ভারত থেকে এসব ট্যাবলেট তার সহোযোগিদের মাধ্যমে দেশে নিয়ে এসে বিক্রি করতো।
এদিকে রংপুর জেলা ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিচ ট্যাপেন্টডল ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছেন।
আজ শুক্রবার রাতে রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ পিচ ট্যাপেন্টডল ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত হলেন লালমনিরহাটের উত্তর দলোগাম এলাকার জালাল উদ্দিনের ছেলে নাসির হোসেন।
তিনি বলেন, রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন লক্ষীটারি ইউনিয়নের পূর্ব ইচলি সোলার অফিসের সামনে রংপুর-লালমনিরহাটগামী মহাসড়কের উপর দিয়ে যাবার সময় দুপুর ১টার দিকে একটি মটরসাইকেল তল্লাশি করে মটরসাইকেলের সিটের নিচে পলিথিন ব্যাগের ভিতর থেকে ৫০০ পিচ ট্যাপেন্টডল উদ্ধার পূর্বক একজন আসামীকে গ্রেফতার করে।
এসময় ১ টি মটরসাইকেল ও ১টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় গংগাচড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।