রংপুর জেলা প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি ও রংপুর মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকিরকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে রংপুর মহানগর জাতীয় যুব সংহতির।
আজ শনিবার (২৬ আগস্ট) বিকেলে সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।
এসময় মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকির, সাধারণ সম্পাদক শান্তি কাদেরী, সহ-সভাপতি আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন, হিরু, লিখন, আফজাল, বিটুল, দপ্তর সম্পাদক রাতুল, প্রচার সম্পাদক মুফতি মাহামুদ, ১৮নং সভাপতি নুর হাসান সজলসহ রসিকের ৩৩ ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।