রংপুরে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান ২৫ হাজার টাকা জরিমানা
ডায়াগনস্টিক সেন্টার,ফার্মেসির অনিয়ম ও সেবার মান উন্নয়নে অভিযান অব্যাহত রেখেছে ভোক্তা অধিকার অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়।মঙ্গলবার বিকেলে নগরীর ধাপ মেডিকেল মোড় এলাকায় এ অভিযান পরিচালিত করেন ভোক্তা অধিকার অধিদফতর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আজাহারুল ইসলাম।এসময় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে ল্যাবে পরীক্ষা ও রোগ নির্ণয়ের অপরাধে এশিয়ান ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা ও একটি ফার্মাসিকে মেয়াদ উর্ত্তীন ঐষুধ রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করে সংস্থাটি।অভিযানে আনসার ব্যাটালিয়নের সদ্যরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে কাজ করে।