হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারর্দীয় দূর্গা পূজা উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
সভায়, নগরীর ১৫৭টি পূজা মন্ডপ কমিটিকে আর্থিক অনুদান প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও পূজা মন্ডপে যাতাযাতের রাস্তা সংস্কার, প্রতিটি মন্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, আইনশৃংখলা রক্ষাসহ নিরাপত্ত্বা ব্যবস্থা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। সভায় পূজা মন্ডপে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে সভাপতির বক্তব্যে মেয়র মোস্তফা বলেন, রংপুর একটা শান্তিপূর্ণ জায়গা। এখানে পুলিশ প্রশাসন আছে, তারা অত্যান্ত তৎপর, তারা সাবেশিয়ান পুলিশ সদস্য দিয়ে মন্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে। তবে আমাদের সহযোগিতা লাগবে। এত পুলিশ নাই যে, আমাদের ১৫৭টি পূজা মন্ডপে আইনশৃংখলা রক্ষা করার জন্য দায়িত্ব পালন করবে। সেজন্য আমাদের সকল জনপ্রতিনিধি পুরুষ ও মহিলা সকল কাউন্সিলর আপনারা আপনাদের স্বস্ব এলাকায় নজরদারি রাখবেন। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা বর্দাস্ত করা হবে না, এটা স্পষ্ট কথা। তাদের আইনের আওতায় আনা হবে। কেউ যেন কোন ধরনের বিশৃংখলা সৃষ্টি করে পাড় না পায়, সেজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা চাই আমাদের সুনাম যেন অক্ষুন্ন থাকে। আমরা চাই, এই অসাম্প্রতায়িক চেতনার বাংলাদেশ। এই বাংলাদেশটাকে কেউ যদি অস্তির করার চেষ্ঠা করে, তাদেরকে প্রতিহত করার জন্য সকলের ঐক্যবদ্ধ ভাবে চেষ্টা করতে হবে। সে দিকটা সকলেই লক্ষ্য রাখবেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ মাহাবুবার রহমান মঞ্জু, জাহেদা আনোয়ারী লাকি, সটিব মোছাঃ উম্মে ফাতিমা, রাজস্ব কর্মকর্তা জয়শ্রী রানী রায়, নির্বাহী প্রকৌশলী মোঃ আবু তালেব সরকার, ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সভাপতি শ্রী হারাধণ রায় হারা, কাউন্সিলর গোলাম সরওয়ার মির্জা, আশেক আলী, আবু হাসান চঞ্চল, আফছার আলী, মকবুল হোসেন, মমদেল হোসেন, আব্দুল গফ্ফার, রেজওয়ান আল মেহেদি, সংরক্ষিত মহিলা কাউন্সিলর দিলারা বেগম, মোছলেমা বেগম, ফেরদৌসী বেগম, হাসনা বানু, মনোয়ারা সুলতানা মলিসহ অন্যান্য কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply