নিউজ ডেক্সঃ
রংপুর জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রবিনকে ছিনতাই চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করার বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন তাজহাট মেট্রোপলিটন থানার ওসি আখতারুজ্জামান।
বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে রংপুর মেট্রোপলিটান আমলী আদালতে হাজির করা হয়। পরে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
পুলিশ জানায় গত ২২ ফেব্রুয়ারি রংপুর নগরীর আলমনগর খামার এলাকার হেলাল আহাম্মেদের ছেলে ব্যবসায়ী নাজমুল সাকিব স্থানীয় একটি ব্যাংকের এটিএম বুথ থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করে সেখানে একটি চায়ের দোকানে গিয়ে চা পান করার সময় জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রবিন তার কয়েকজন সহযোগী সহ সাকিবকে অপহরন করে তুলে নিয়ে কারমাইকেল কলেজের পুকুর পাড়ে নিয়ে গিয়ে বেদম মারধর করে তার কাছে থাকা ৫৪ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় পরেরদিন ব্যবসায়ী সাকিব তাজহাট থানায় নিজে বাদী হয়ে ছিনতাই ও চাঁদাবাজির মামলা দায়ের করে। এ ঘটনার পর বুধবার রাতে পুলিশ সেচ্ছাসেবক লীগ নেতাকে নগরীর আলম নগর এলাকা থেকে গ্রেফতার করে। তাকে বৃহসপতিবার সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটান আমলী আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে কড়া পুলিশি পারায় তাকে কারাগারে পাঠানো হয়।