নিউজ ডেক্সঃ
আজ ১৭ মার্চ বুধবার। ১৯২০ সালের এই দিনে রাত আটটায় তদানীন্তন ফরিদপুর মহকুমার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান এবং মাতা সায়েরা খাতুনের ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন শেখ পরিবারের আদরের ‘খোকা’ শেখ মুজিবুর রহমান। যিনি ধীরে ধীরে হয়ে উঠেছিলেন বাঙালির ‘মুজিব ভাই’ এবং ‘বঙ্গবন্ধু’। তাঁর হাত ধরেই আসে বাঙালির স্বাধীনতা, জন্ম নেয় বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ হতে বঙ্গবন্ধু ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয়। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ মেহেদুল করিম পিপিএম, সকল উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ অন্যান্য অফিসারবৃন্দ ।
এসময় আরপিএমপির একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করেন।