সুমন সরকারঃ
হাত বাড়ালেই পাওয়া যায় । জ্ঞান অর্জনের জিনিস । পথে পথে বেড়ালে মেলে না, মিলে গেলেও সে পথকে জ্ঞানের পথ বলা যায় না। পুরুষের প্রেম নারীকে কাঁদায়, আর নারীর প্রেম পুরুষকে করে উন্নত । যে পুরুষ নারীর প্রেরণা পায়নি সে কোনদিন উন্নতি করতে পারে না । ( আলিম,কিউ,এ)
এ পৃথিবীতে যা কিছু চিরকল্যাণকর তার অর্ধেক করিয়াছে নারী অর্ধেক করিয়াছে নর । ( কাজী নজরূল ইসলাম)
রাস্তায় রাস্তায় খুজে ফিরিলে টাকার বস্তা পাওয়া যাবে তেমনি হতে পারে পথে পথে ঘুরে জ্ঞানের সন্ধান । সাধনা করে এক প্রকার জ্ঞান অর্জন হতে পারে কিন্তু যে পথে সুবিধা এক আনা হলে অসুবিধা পনেরো আনা । শুধু লেখকদের জন্য বলছি না খাতা কলম যত্রতত্র রাখা চাই, সবাই রাখতে পারেন শিখরে উঠতে হলে তাই করেতে হয় যে । আমরা আজ অনেক পিছিয়ে নান কারনে এ বিশাল জগতের পুরোটাই জ্ঞান রাজ্যে ।