নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রামের আদুরী বেগম আশা এক ছেলে ও তিন মেয়ে সহ ৪ সন্তানের জন্ম দিয়েছেন। আজ মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গাইনী ওয়ার্ডে সফল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে চিকিৎসকরা এ কাজটি সম্পন্ন করেছেন। অপারেশনেসর পর ৪ সন্তানই সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে তাদের নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে কুড়িগ্রাম জেলা সদরের নাদিরা গ্রামের মনিরুজ্জামান বাঁধনের সাথে ৮ বছর আগে বিয়ে হয়েছিলো আদুরী বেগম আশার। দীর্ঘ ৮ বছরেও তাদের কোন সন্তান জন্ম হয়নি। পরে চিকিৎসকের চিকিৎসায় অবশেষে আদুরী বেগম গর্ভবর্তি হয়ে পড়ে। আলট্রাসনোগ্রাম পরীক্ষায় দেখা যায় তার গর্ভে ৪টি সন্তান রয়েছে। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১১ নাম্বার গাইনী ওয়ার্ডে ভর্তি করা হয়।
মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি রেজিষ্টার ডা. ফারহানা ইয়াসমিন ইভাসহ কয়েকজন চিকিৎসকের নেতৃত্বে সফল সিজারিয়ানের মাধ্যমে ৪টি সন্তান জন্ম গ্রহন করে। মরিুজ্জামান বাঁধন তার ৪ সন্তান জন্ম গ্রহন করায় বেজায় খুশি একই ভাবে স্বজনরাও সন্তোষ্টি প্রকাশ করেছে।