নিউজ ডেক্সঃ
বেতন-ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে রংপুর থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ নিয়ে শ্রমিকদের কর্মবিরতির অবসান হয়েছে। জেলা প্রশাসন ও মহানগর পুলিশের যৌথ উদ্যোগে বৃহ্স্পতিবার রাতে জরুরি বৈঠকে অঘোষিত ধর্মঘট প্রত্যাহার করা হয়। এবং রাত থেকে বাস চলাচল স্বাভাবিক হয়।
জেলা প্রশাসক আসিব আহসান জানিয়েছেন, মঙ্গলবার সকাল থেকে রংপুর থেকে ঢাকাগামী দূরপাল্লার কিছু বাস বন্ধ থাকার বিষয়টি পরিস্কার করতে মালিক সমিতি ও শ্রমিক নেতাদের সাথে অনেকবার যোগাযোগ করা হলেও তারা বিষয়টি গুরুত্ব না দিয়ে নিজেদের মত করে হাত গুটিয়ে থাকেন।
অবশেষে বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে জরুরি বৈঠকে বসেন মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু বক্কর সিদ্দিক (সিটিএসবি), উপপুলিশ কমিশনার (ট্রাফিক), যুগ্মপরিচালক (এনএস আই), ডিজিএফ আই প্রতিনিধি, সহকারী পরিচালক, বি আর টিএ মটর মালিক সমিতির নেতৃবৃন্দসহ মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উস্থিত ছিলেন।
আলোচনায় মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে ভুল বোঝাবুঝির ঘটনাটির অবসান হয়। রাত ১০টা ৩০ মিনিট থেকে বাস চলাচলের আশ্বাস দেন তারা।
Leave a Reply