নিউজ ডেক্সঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় শ্রমিক পার্টি রংপুর মহানগর কমিটির উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক, জাপার কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর যূগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন, জাপার কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম।
জাতীয় শ্রমিক পার্টি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর মহানগর কমিটির সভাপতি মোঃ রাজু আহমেদ রাজুর সভাপতিত্বে এবং জাতীয় শ্রমিক পার্টি রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ মজাহারুল ইসলাম মন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক পার্টি রংপুর মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবীর মিঠু, ব্যাটারী চালিত অটো রিক্সা জাতীয় শ্রমিক পার্টি রংপুর মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সমাজ, সাধারণ সম্পাদক মাসুদ রানা মিলন, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন রংপুর মহানগর সাধারণ সম্পাদক শ্রী শ্যামল বাবু, চার্জার রিক্সা ভ্যান রংপুর মহানগর জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মোঃ আব্দুল মজিদ ও হোটেল ও রেস্তোরা জাতীয় শ্রমিক পার্টি রংপুর মহানগর কমিটির সভাপতি মোঃ হামিদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন শাখা এবং অর্ন্তভূক্ত সংগঠন সমূহের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক।