নিউজ ডেক্সঃ
ডেইলি অবজারভারের রংপুর প্রতিনিধি লাবনী ইয়াসমিন লুনিকে দায়িত্ব পালনের সময় একজন জনপ্রতিনিধি কর্তৃক হেনস্তা , লাঞ্ছিত , গালিগালাজ করা এবং জুয়াসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে দৈনিক দাবানলের লালমনিরহাট প্রতিনিধি রাসেল আহমেদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রংপুর রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যবৃন্দ । বৃহস্পতিবার ( ২১ এপ্রিল ) ক্লাবের সভাপতি নজরুল ইসলাম রাজু এবং সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান ক্লাবের কার্যনির্বাহী কমিটি এবং সাধারণ সদস্যদের পক্ষে প্রতিবাদ বিবৃতিতে বলেছেন , সংবাদ প্রকাশের জেরে এবং পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের হেনস্তা এবং হামলা চালানোর ঘটনায় সাংবাদিক সমাজ উদ্বিগ্ন । এসব ঘটনা সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার অপচেস্টার অংশ । এতে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার পাশাপাশি গণামধ্যমকর্মীদের নিরাপত্বাহীনতা বাড়ছে । নেতৃবৃন্দ বলেন , হেনস্তা এবং হামলাকালীরা যেই হোক না কেন তাদের পরিচয় সন্ত্রাসী । তারা দেশ ও জাতির শত্রু । নেতৃ বৃন্দ অবিলম্বে হেনস্তাকারী ও হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।