নিউজ ডেক্সঃ
রংপুরে মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার-রংপুরে মাদক বিরোধী বিশেষ পৃথক দুই অভিযান চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধার করেছে মেট্রোপলিটন পুলিশ এর গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার রাতে নগরীর আমাশু কুকরুল এলাকায় অভিযান পরিচালনা করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে ৭০ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিসকভার মটর সাইকেলসহ একজন কে গ্রেফতার করা হয়। ঐ মাদক ব্যবসায়ী মেডিকেল পাকারমাথা এলাকার মৃত নুরল ইসলাম ছেলে মোঃ স্বপন হোসেন।
এছাড়াও অপর এক অভিযানে নগরীর একটি কমিনিউটি সেন্টারের সামন থেকে ১ কেজি শুখনো গাঁজাসহ একজন কে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত গাঁজা ব্যবসায়ী কুড়িগ্রাম জেলার ভুরঙ্গামারী থানার ছোটন খাট্মারী গ্রামের মো: আজাহার আলীর পুত্র সোহেল রানা। সে দীর্ঘদিন যাবত এ কাজ করে আসছিলো বলে জানান ডিবি পুলিশ।
শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া)রংপুর মেট্রোপলিটন পুলিশ, মোঃ সাজ্জাদ হোসেন এসব কথা জানান। তিনি আরো বলেন, পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন মামলা দায়ের করা হয়।