নিউজ ডেক্সঃ
রংপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত ট্রাফিক পুলিশের সাথে রাস্তায় দাড়িয়ে ইফতার করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম।
শনিবার (২৩ এপ্রিল) নগরীর জাহাজ কোম্পানী এলাকায় ট্রাফিক পুলিশদের সাথে নিয়ে রাস্তায় ইফতার করেন মেট্রোপলিটন পুলিশের কমিশনার।
তিনি নগরীর বিভিন্ন স্থানে যানজট নিরসনে কর্মরত ট্রাফিক পুলিশ সদস্যদের মধ্যে ইফতার সামগ্রী বিতরন করে তাদের সাথে দারিয়ে ইফতারে সামিল হন।
এসময় উপস্থিত থেকে ইফতার করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো: মেহেদুল করিম , উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) মোঃ মেনহাজুল আলম, উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আবু সায়েম, অতি: উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) মো: সাজ্জাদ হোসেন, অতিঃ উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) মোঃ আবুল কালাম আজাদ, অতিঃ উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আইনুল হকসহ অন্যান্যরা।
এদিকে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে রাস্তায় ইফতার করতে পেরে আনন্দিত ট্রাফিক পুলিশ সদস্যরা।