নিউজ ডেক্সঃ
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্রফেডারেশন বাংলাদেশের চৌষট্টি সদস্য বিশিষ্ট রংপুর মহানগর কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম শান্ত ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ খান মিলন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কৌশিক হাসান দীপ্তকে মহানগর কমিটির সভাপতি ও সৈয়দ অনিককে সাধারণ সম্পাদক করে এই কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সভাপতি- মিজানুর রহমান মির্জা, আম্বিয়া আহসান, রফিকুল ইসলাম রবি, কামরুজ্জামান সনেট, সহসভাপতি – আহসান হাবিব রিসা, মারুফ মোরশেদ সজীব, মাহমুদ হাসান পাপ্পু, আকরাম হোসেন রিয়ন, জাকির হোসেন লিটন, ডা. সানজিদা জাহান, তাবিবা হাসান সুইটি, ওয়ালিদ উদয়, আল-আমিন, রাসেল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক – আলী হোসেন লাইচ, শাহরিয়ার সাব্বির, মাসুদ রানা, তৌহিদুল ইসলাম তৌহিদ, আল-মামুন, মুফিদ আল-রশিদ সুজয়, নাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক – আবু সাঈদ, দূর্জয় রয়, শাহরিয়ার সিনহাত, তোফা মিয়া, মিজানুর রহমান, সোহেল রানা পিয়াল ও সোহাগ মিয়া প্রমুখ।
বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্রফেডারেশন বাংলাদেশ- “বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা সমৃদ্ধ তরুণ প্রজন্ম গড়ে তোলাই আমাদের অঙ্গীকার ” এই স্লোগানে আগামী একবছরের জন্য রংপুর মহানগর কমিটির এই অনুমোদন দেয়।