বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৯ পূর্বাহ্ন

খবরের শিরোনাম :
প্রধানমন্ত্রী তনয়া সায়মা ওয়াজেদের ভিজিটিং কার্ড চেয়ে নিয়েছেন মার্কিট প্রেসিডেন্ট জো বাইডেন: পররাষ্ট্র মন্ত্রী। লালমনিরহাটে এক সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। পীরগাছায় হাসুয়ার কোপে খালুর মাথা বিচ্ছিন্ন করল ভাগনে! প্রথমে মোবাইলে প্রেম, পালিয়ে এসে দেখেন প্রেমিক দৃষ্টিহীন,অতপর রংপুরে তাজহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার রংপুরে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান ২৫ হাজার টাকা জরিমানা দাম কমলে ডিম সেদ্ধ করে ফ্রিজে রাখতে বললেন প্রধানমন্ত্রী যে দলে যোগ দেওয়ার ঘোষণা দিলেন হিরো আলম সংবাদ সম্মেলনে মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানালো রসিকের পরিচ্ছন্নতা কর্মীরা রংপুর মহানগর জাতীয় যুব সংহতির বিক্ষোভ মিছিল
ঈদের পোশাক তুলে দিয়ে পথ শিশুদের মুখে হাসি ফোঁটালেন আমরাই পাশে রংপুর গ্রুপ

ঈদের পোশাক তুলে দিয়ে পথ শিশুদের মুখে হাসি ফোঁটালেন আমরাই পাশে রংপুর গ্রুপ

নিজস্ব প্রতিবেদকঃ
আমরাই পাশে রংপুর স্বেচ্ছাসেবী সংগঠন এর আয়োজনে পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে পথশিশুদের মুখে হাসি ফোঁটাতে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে রংপুর নগরীর স্থানীয় সুমি কমিউনিটি সেন্টারে রংপুর নগরীর ছিন্নমূল একশত জন শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ হয়েছে। রংপুরের শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত শিশু আনন্দ উল্লাস করছেন। তাদের এই ঈদের পোশাক তুলে দিয়েছে ফেসবুক ভিত্তিক সামাজীক ও স্বেচ্ছাসেবী সংগঠন আমরাই পাশে রংপুর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন আমরাই পাশে রংপুর গ্রুপের উপদেষ্টা বিশিষ্ট সজ্ঞিত শিল্পি অন্তর রহমান। তিনি বলেন, আমাদের স্বপ্ন রংপুর মহানগরীকে শিশুবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা। এই নগরে কোনো শিশু সুবিধা বঞ্চিত থাকবে না। সব শিশুই স্কুলে যাবে। সবাই পড়ালেখা করবে। শিশু হিসেবে তার মৌলিক সুযোগ সুবিধা পাবে। একদিন এই স্বপ্ন পুরণ হবে।

এসময় বাংলার চোখ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিশদ রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত ও কেন্দ্রীয় কমিটির কার্যকারী সদস্য সাইফুল ইসলাম সুইট বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

এ সময় বক্তরা বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য-মানবতার এই মন্ত্রে দীক্ষিত হয়ে ‘আমরাই পাশে, রংপুর’ ফেইসবুক গ্রুপের সদস্যরা সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছে। এজন্য আমাদের গর্ব হচ্ছে। তারা প্রমাণ করেছে তারা আসলেই সুহৃদ, সুন্দর একটি হৃদয়ের অধিকারী। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তারা আজ অসহায়, অবহেলিত, সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাড়িয়ে ঈদের পোশাক বিতরণ করছে নিশ্চয় তারা প্রশাংসার দাবীদার।

আমরাই পাশে রংপুর গ্রুপের এডমিন আকাশ খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। তিনি বলেন, প্রত্যেক ঈদে পথশিশুদের জন্য আমাদের গ্রুপ যতদিন থাকবে আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে ইন্সা আল্লাহ। সকলের দোয়া ও সহযোগীতায় আমরা একশত জনকে ইদের পোশাক দিতে পেরেছি। আমরাই পাশে রংপুর ফেইসবুক গ্রুপের কমিদের উৎসাহ উদ্দীপনা দিয়ে আসছে। আমরাই পাশে রংপুর গ্রুপের এডমিন সহ সকল সদস্য ও সেচ্ছাসেবিরা এ সময় উপস্থিত ছিলেন।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

© ২০২০-২২ সর্বস্বত্ব সংরক্ষিত | এনপিনিউজ৭১.কম
Developed BY Rafi It Solution