মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩১ অপরাহ্ন

খবরের শিরোনাম :
প্রধানমন্ত্রী তনয়া সায়মা ওয়াজেদের ভিজিটিং কার্ড চেয়ে নিয়েছেন মার্কিট প্রেসিডেন্ট জো বাইডেন: পররাষ্ট্র মন্ত্রী। লালমনিরহাটে এক সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। পীরগাছায় হাসুয়ার কোপে খালুর মাথা বিচ্ছিন্ন করল ভাগনে! প্রথমে মোবাইলে প্রেম, পালিয়ে এসে দেখেন প্রেমিক দৃষ্টিহীন,অতপর রংপুরে তাজহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার রংপুরে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান ২৫ হাজার টাকা জরিমানা দাম কমলে ডিম সেদ্ধ করে ফ্রিজে রাখতে বললেন প্রধানমন্ত্রী যে দলে যোগ দেওয়ার ঘোষণা দিলেন হিরো আলম সংবাদ সম্মেলনে মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানালো রসিকের পরিচ্ছন্নতা কর্মীরা রংপুর মহানগর জাতীয় যুব সংহতির বিক্ষোভ মিছিল
গাইবান্ধায় মৃত্যুরপর দাফন করা বাছিরন বেওয়া জীবিত ফিরে এসেছেন বলে দাবী পরিবারের!

গাইবান্ধায় মৃত্যুরপর দাফন করা বাছিরন বেওয়া জীবিত ফিরে এসেছেন বলে দাবী পরিবারের!

নিউজ ডেক্সঃ

গাইবান্ধায় ৯ মাস আগে মারা যাওয়া বাছিরন বেওয়া (৯২) নামে এক নারী জীবিত অবস্থায় ফিরে এসেছেন বলে দাবি করেছে তার পরিবার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বুধবার (১১ মে) ওই নারীকে দেখতে জেলা শহরের ডেভিড কোম্পানি পাড়ায় তার মেয়ে মাজেদা বেগমের বাড়িতে শত শত মানুষ ভিড় করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং ওই নারীকে তাদের হেফাজতে নেন।

জানা যায়, প্রায় ৯ মাস আগে ওই এলাকার আনিসুর রহমানের স্ত্রী বাছিরন বেওয়া মারা যান। পরে আত্মীয়স্বজন ও এলাকাবাসী যথারীতি জানাজা শেষে গাইবান্ধা পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন করেন। তবে গত দুদিন আগে মারা যাওয়া বাছিরন বেওয়ার সাদৃশ্যে এক মহিলাকে গাইবান্ধা রেল ষ্টেশন চত্বরে ঘোরাফেরা করতে দেখা যায়। এমন খবরে বাছিরন বেওয়ার মেয়ে মাজেদা বেগম ওই নারীকে তার বাড়িতে নিয়ে যান। এসময় ওই নারীও নিজেকে বাছিরন বেওয়া দাবি করেন।

বাছিরন বেওয়া ফিরে এসেছেন এমন খবরে আত্মীয়স্বজনরা তাকে একনজর দেখতে ভিড় করেন। এদের মধ্যে, কেউ বলছেন এই মহিলাই বাছিরন বেওয়া। আবার কেউ বলছেন, এটা বাছিরন না অন্য কোনো মহিলা।

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম রুবেল বলেন, ‘মৃত ব্যক্তি কখনই ফিরে আসতে পারে না। এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।’

এলাকাবাসী জানান, বাছিরন বেওয়ার মতো দেখতে বলে তার মেয়ে মাজেদা ওই মহিলাকে বাড়ি নিয়ে যায়। কিন্তু ওই মহিলা তার মা নয়।

গাইবান্ধা পৌর কবরস্থানের গোরখোদক টুলু মিয়া বলেন, ‘ধর্মীয় বিধানে মারা যাওয়ার পর কেউ আর জীবিত অবস্থায় ফিরে আসতে পারে না। এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই।’

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন জাহাঙ্গীর আলম বলেন, ‘ওই নারীকে আমাদের হেফাজতে নিয়েছি। তার পরিচয় জানার চেষ্টা চলেছে।’

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

© ২০২০-২২ সর্বস্বত্ব সংরক্ষিত | এনপিনিউজ৭১.কম
Developed BY Rafi It Solution