নিউজ ডেক্সঃ
বিভিন্ন অনলাইন সাইটে জুয়া খেলার অভিযোগে কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে দুজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (১০ মে) চকরিয়া থানার শাহপুরা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন শাহরুখ খান (২৪) ও এনামুল হক (২৮)।
বুধবার (১১ মে) র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
র্যাব জানায়, অনলাইন জুয়া খেলার বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্টের মাধ্যমে বাজি ধরতেন শাহরুখ খান। এনামুল হক কয়েকজনের সহযোগিতায় বাজির টাকা ডলারে, ইন্ডিয়ান রুপিতে কিংবা ডলার টাকায় রূপান্তরিত করতেন।
শাহরুখ মোবাইলের হোয়াটসঅ্যাপে জুয়ার বিষয়ে চ্যাটিংসহ নিজ বিকাশ নম্বরে টাকার লেনদেন করতেন। তার মোবাইল ফোন জব্দ করেছে র্যাব। জব্দ করা দুটি মোবাইল ফোনে একটি অনলাইন জুয়া সাইটে তার নিজ নামে অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তার অ্যাকাউন্টে ১ হাজার ৮৮০ ইউএস ডলার পাওয়া গেছে, যা বাংলাদেশি টাকায় ১ লাখ ৬১ হাজার ৬৮০ টাকা।
র্যাব-৭ এর কর্মকর্তা নুরুল আবছার জানান, আটক শাহরুখ খান ও এনামুল হক অনলাইনে জুয়া খেলাসহ জুয়ার টাকা লেনদেনের কথা স্বীকার করেছেন। তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলা ও ই-ট্রানজেকশন কাজে ব্যবহৃত আটটি স্মার্ট মোবাইল ফোন এবং জুয়া খেলার নগদ ৪১ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে।