বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৩ পূর্বাহ্ন

খবরের শিরোনাম :
প্রধানমন্ত্রী তনয়া সায়মা ওয়াজেদের ভিজিটিং কার্ড চেয়ে নিয়েছেন মার্কিট প্রেসিডেন্ট জো বাইডেন: পররাষ্ট্র মন্ত্রী। লালমনিরহাটে এক সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। পীরগাছায় হাসুয়ার কোপে খালুর মাথা বিচ্ছিন্ন করল ভাগনে! প্রথমে মোবাইলে প্রেম, পালিয়ে এসে দেখেন প্রেমিক দৃষ্টিহীন,অতপর রংপুরে তাজহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার রংপুরে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান ২৫ হাজার টাকা জরিমানা দাম কমলে ডিম সেদ্ধ করে ফ্রিজে রাখতে বললেন প্রধানমন্ত্রী যে দলে যোগ দেওয়ার ঘোষণা দিলেন হিরো আলম সংবাদ সম্মেলনে মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানালো রসিকের পরিচ্ছন্নতা কর্মীরা রংপুর মহানগর জাতীয় যুব সংহতির বিক্ষোভ মিছিল
রংপুরের নারী ফুটবলারদের পাশে ডিএমপির উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার

রংপুরের নারী ফুটবলারদের পাশে ডিএমপির উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার

নিউজ ডেক্সঃ
উন্নত প্রশিক্ষণের জন্য রংপুরের চার নারী ফুটবলারকে ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালে পাঠাচ্ছে বাংলাদেশ ক্রীড়া পরিদফতর। অত্যাধুনিক ক্রীড়া সরঞ্জামসহ তাদের পাশে দাঁড়ালেন ডিএমপির তেজগাঁও জোনের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার।

পাশাপাশি সদ্যপুস্করিণী যুব স্পোটিং ক্লাবের সব সদস্যের জন্য খেলাধুলা ও প্রশিক্ষণের অত্যাধুনিক ক্রীড়া সরঞ্জাম পাঠিয়েছেন তিনি। রবিবার (১৫ মে) বিকালে সদর উপজেলার সদ্যপুস্করিণী ইউনিয়নের নয়াপুকুর মিনি স্টেডিয়াম মাঠে নারী ফুটবলাদের হাতে এসব সরঞ্জাম তুলে দেওয়া হয়। বিপ্লব কুমার সরকারের পক্ষে সরঞ্জামগুলো তুলে দেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

যানা যায়, চাকরি সূত্রে রংপুরের পুলিশ সুপার (এসপি) ছিলেন বিপ্লব কুমার সরকার। কয়েক মাস আগে প্রমোশন নিয়ে ঢাকায় এসেছেন তিনি। বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও ডিভিশনের উপকমিশনার (ডিসি) হিসেবে কর্মরত রয়েছেন বিপ্লব কুমার। রংপুর দায়িত্ব পালনের সময় বিভিন্ন ভাবে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। এর আগে পালিচড়ার ওই নারী ফুটবলারদের বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তৎকালীন এসপি। বদলি হয়ে ঢাকা চলে গেলেও সেই নারী ফুটবলারদের কথা ভোলেননি তিনি। তাদের জন্য উন্নত প্রশিক্ষণের সব ধরনের সরঞ্জাম পাঠিয়েছেন বিপ্লব কুমার সরকার।

ক্রীড়া সরঞ্জাম পেয়ে নারী ফুটবলার নাসরিন বেগম বলেন, এসপি স্যার রংপুরে থাকাকালীন আমাদের সব সময় সহযোগিতা করেছেন। আমাদের দুই ফুটবলারের পায়ের লিগামেন্ট অপারেশনও করিয়ে দিয়েছেন তিনি।

আরেক নারী ফুটবলার রুমি বেগম বলেন, বিপ্লব স্যার বিভিন্ন সময় আমাদের জন্য উপহার পাঠায়। স্যার ঢাকায় বদলী হয়ে গিয়েছেন তবু আমাদের কথা ভোলেননি তিনি। আমাদের ক্লাবের উন্নয়ন এবং ফুটবল খেলতে তিনি বারবার অনুপ্রাণিত করে যাচ্ছেন।

নারী ফুটবলারদের প্রধান প্রশিক্ষক মিলন মিয়া বলেন, বিপ্লব স্যার নাসরিন ও রুমির লিগামেন্ট অপারেশনের ব্যবস্থা করেছেন। এতে করে গত বছর নাসরিন জাতীয় পর্যায়ে ভালো পারফরম্যান্স করে দলকে জিতিয়েছে। এবার নারী খেলোয়াড়দের প্রশিক্ষণে অত্যাধুনিক সরঞ্জাম পাঠিয়ে দিলেন তিনি।

ক্রীড়া সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) আবু তৈয়ব মো. আরিফ৷ তিনি বলেন, সাবেক পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার স্যারের পক্ষ থেকে ক্লাবের খেলোয়াড়দের জন্য উন্নত প্রশিক্ষণের জন্য জার্সি, বুট, মার্কার কোন, ফাস্ট এইড, আইসবক্স, হার্ডেল, বিফস্সহ আধুনিক খেলার সরঞ্জাম সামগ্রী হস্তান্তর করা হলো। শুধু তাই নয়, তার উদ্যোগে ঢাকায় স্ট্রাইকার নাসরিন ও রুমির লিগামেন্টের অপারেশন করানো হয়েছে। নাসরিন সুস্থ হলেও রুমি এখনও পুরোপুরি সুস্থ হয়নি। কিছু দিনের মধ্যে ঢাকায় রুমির অপারেশন করানোর ব্যবস্থা করবেন তিনি।

প্রসঙ্গত, ২০২১ সালের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকা অনূর্ধ্ব-১৭ দলের প্রতিভাবান ৪০ খেলোয়াড়কে বিকেএসপিতে দুই মাসব্যাপী উন্নত প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে থেকে ১৬ খেলোয়াড়কে ইউরোপের যে কোনো দেশে অধিকতর উন্নত প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণলয়।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

© ২০২০-২২ সর্বস্বত্ব সংরক্ষিত | এনপিনিউজ৭১.কম
Developed BY Rafi It Solution